৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৩:৫৫
মুন্সিগঞ্জ সদরের সেই মাদক ব্যবসায়ী অাল-অামিন মামলা হওয়ার পরেও অধরা
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়াস্থ শাখারীবাজার গ্রামের অালম মিস্ত্রি’র ছেলে অাল-অামিন(৩৮) এখনো অধরা পুলিশের হাত থেকে।

এর অাগেও অাল-অামিন কে নিয়ে এ সংক্রান্ত একটি প্রতিবেদন অামার বিক্রমপুর-এ প্রকাশিত হয়েছিলো।

অাল-অামিন এর বিরুদ্ধে মাদক ব্যাবসা সহ অবৈধ অস্র বহনের গুরুতর অভিযোগ থাকলেও পুলিশের চোখ ফাকি দিয়ে বারবার অধরাই থেকে যাচ্ছে অাল-অামিন।

সর্বশেষ অাল অামিনের বিরুদ্ধে গতকাল ২৬নভেম্বর মুন্সিগঞ্জ সদর থানায় ৩২৬ধারায় সংঘর্ষে নেতৃত্বদানের অভিযোগে একটি মামলা দায়ের হয়। এরপর থেকে অারও সতর্ক চলা ফেরা করছে অাল-অামিন।

এছাড়াও অাল-অামিনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় অস্র-মাদক-লুট সহ বিভিন্ন মামলা রয়েছে। তার বিরুদ্ধে এলাকায় শান্তি-শৃঙ্ঘলা বিনষ্টে থানায় সাধারন মানুষের পক্ষ থেকে বেশ কয়েকটি অভিযোগও রয়েছে।

মুন্সিগঞ্জ ডিবি পুলিশ সূত্র জানায়, অাল-অামিনের প্রতি অামাদের কড়া নজর রয়েছে। তাকে যে কোন সময় অাটক করে অাইনের মুখোমুখি করা হবে।

error: দুঃখিত!