মুন্সিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের খালইস্ট এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কে তিনটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আব্দুল্লাহ অ্যান্ড ব্রাদার্স, আশপি ফার্নিচার ও আজমিরী ফার্নিচারের দোকোন আগুন লাগে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলের আশপাশে পানির কোনো উৎস না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়। পরে মুন্সিগঞ্জ থানা পুকুরের পানি নিয়ে আগুন নেভানো হয়।
স্থানীয়রা জানান, ফার্নিচার দোকানের ভেতরে বেশ কয়েকজন কর্মচারী রাত্রিযাপন করেন। তাদের ব্যবহৃত কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে যে তিনটি দোকানে আগুন লেগেছে তাদের একপাশে টাইলসের দোকান এবং অন্যপাশে সিমেন্টের দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়েনি।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবু বকর জামান জানান, আগুন নিয়ন্ত্রণে আছে। কেউ হতাহত হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।