মুন্সিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভা উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে এই নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণাও শুরু হলো।
শুক্রবার দুপুর ১২ টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ দুই প্রার্থীর এজেন্টদের কাছে প্রতীক বরাদ্দ দেন।
এতে স্বতন্ত্র প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিন জগ প্রতীক ও আরেক স্বতন্ত্র প্রার্থী মাহতাব উদ্দিন কল্লোল নারিকেল গাছ প্রতীক পেয়েছেন।
এরা দুজনেই আওয়ামী লীগ সমর্থক। বিএনপির কোন প্রার্থী বা সমর্থক এই নির্বাচনে অংশ নেয়নি।
তফসিল অনুযায়ী, আগামী ৯ মার্চ ইভিএম পদ্ধতিতে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গেল ২৮ নভেম্বর মেয়র পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন তৎকালীন মেয়র ফয়সাল বিপ্লব। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ-৩ আসনে বিজয়ী হন। সেসময় পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর সোহেল রানা রানুকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।