মুন্সিগঞ্জ, ৯ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনা পরিস্থিতিতে মুন্সিগঞ্জ পৌরসভার সাময়িক কর্মহীন অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ মে) মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুরে ২০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোলের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেন পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ হোসের আবির।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম প্রমুখ।