২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৭:০৭
মুন্সিগঞ্জ পৌরসভায় ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন কিনেছেন মিদুল দেওয়ান
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক: অাসন্ন পৌর নির্বাচনে মুন্সিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান জেলা তরুণলীগের সভাপতি মিদুল দেওয়ান। এ লক্ষ্যে তিনি গতকাল মনোনয়ন ফরম কিনেছেন।

রাজনৈতিক পরিবার থেকে উঠে অাসা তরুণদের প্রিয় মুখ মিদুল দেওয়ান অাজ দুপুরে অামার বিক্রমপুর কে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিগত দিনে যারা জনগণের কাছে অঙ্গিকারাবদ্ধ হয়ে নির্বাচিত হওয়ার পর জনগণ থেকে দূরে সরে গেছে। জনগণ তাদের চাহিদা মত ওয়ার্ডবাসীর সেবায় কাছে পায়নি। অামি নির্বাচিত হয়ে এসবের জবাব দিতে চাই। এছাড়া ওয়ার্ডের নাগরিক সুবিধা বৃদ্ধি করাও অামার নির্বাচনী মূল এজেন্ডা থাকবে।’

মিদুল দেওয়ান এসময় অারও জানান, তিনি ইতেমধ্যে ওয়ার্ডবাসীর সাথে গণসংযোগ শুরু করেছেন।

error: দুঃখিত!