মুন্সিগঞ্জে পুলিশ ও মৎস অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন যানবাহন থেকে ২৫ মন জাটকা ইলিশ জব্দ করা হয়।
উপজেলা মৎস কর্মকর্তা জানান, সকালে দুইটি সিএনজি ও কয়েকটি ব্যাটারী চালিত অটো রিকশা থেকে প্রায় ২৫মন জাটকা জব্দ করা হয়।
এসময় মাছ ব্যবসায়ী ও ড্রাইভারসহ ৫ জনকে আটক হয়। এসময় মজুদকারী যানবাহনের ড্রাইভার সুজন ও মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে ২২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম।