১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১১:০২
মুন্সিগঞ্জ থিয়েটারের নতুন কমিটি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের স্বনামধন্য থিয়েটার ‘মুন্সিগঞ্জ থিয়েটার’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মুন্সিগঞ্জ শহরের আড্ডা কনভেনশন সেন্টারে এই কমিটি গঠন করা হয়৷

সোহেল রানা রানুকে সভাপতি এবং মোঃ হোসেন সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্টি এ কমিটি গঠন করা হয়।

উক্ত সভা মোঃ দুলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ থিয়েটারের প্রধান পৃষ্ঠপোষক অভিজিৎ দাস ববি, প্রধান উপদেষ্টা বাসুদেব হালদার ও থিয়েটারের প্রতিষ্ঠালগ্নের বেশ কিছু সদস্যবৃন্দ।

উক্ত কমিটিতে সহ-সভাপতি কিশোর কুমার ও মোঃ আহাদ উদ্দিন, যুগ্ম সম্পাদক (প্রশাসন ও শিশু তীর্থ) সালেহ মোহাম্মদ ফয়সাল (রনি), কোষাধক্ষ্য নূরুজ্জামান লিপু, অনুষ্ঠান সম্পাদক সাইদুর রহমান খোকন, প্রশিক্ষণ সম্পাদক মোঃসাকিব, প্রকাশনা ও প্রচার সম্পাদক অঞ্জন কুমার দাস, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার লিজা, গণসংযোগ সম্পাদক আসিফ, দপ্তর সম্পাদক কাওসার নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, সেজান আহম্মেদ মানিক, মোঃআবুল হাশেম বাবু, সঞ্জয়, অমিত, অনন্ত ও নিশাত ।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

মুন্সিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুন্সিগঞ্জ থিয়েটারের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

করোনার প্রাদুর্ভাব নৃবিত্ত হওয়ার পর পরই প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালার মাধ্যমে নতুন নাটক মঞ্চায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ও মুন্সিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের পুরধা ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি করা হয়।

উল্লেখ্য ১৯৯২ সালের ৮ ই জানুয়ারী মানিকপুরের দোলন ভিলায় মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন মুন্সিগঞ্জ থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিলো ।

error: দুঃখিত!