মুন্সিগঞ্জ, ৮ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
আজ সোমবার রাত ৮টার দিকে ‘সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের আয়োজনে মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। বক্তব্যকালে তিনি বলেন, অসাম্প্রদায়িক-প্রগতিশীল সাম্যের সমাজ প্রতিষ্ঠায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অনুপ্রেরণা জোগায়। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ ও তাঁর সৃষ্টিকর্ম শোষণ-বঞ্চনামুক্ত অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় চিরদিন বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, মুন্সিগঞ্জ পৌর মেয়র ফয়সাল বিপ্লব, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস।