৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:০৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ৬ ঘন্টা ধরে চলছে সং.ঘ.র্ষ, গু.লিবিদ্ধ হয়ে প্রাণ গেছে অন্তত চারজনের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের দফায় দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রোববার সকাল ১০ টা থেকে শুরু হয়ে এ রিপোর্ট লেখার সময় দুপুর ৩টা পর্যন্ত আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

মুহুর্মুহূ ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যাচ্ছে কিছুক্ষণ পরপরই। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করছে।

জানা গেছে, সকাল ১০ টার দিকে শহরের সুপারমার্কেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়ো হলে সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করে। এসময় বেশ কয়েকজন ছাত্রকে মারধর করা হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পরে। এরপরপরই আন্দোলনকারীরা সেখানে পালটা হামলা চালালে তাদের লক্ষ্য করে গুলি-ককটেল ছোড়ে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরিস্থিতি সামাল দিতে সুপারমার্কেট এলাকায় অবস্থান নিলেও এখনও উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে সেখানে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু হেনা মোহাম্মদ জামাল ২ জনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। বাকি দুইজন নিহতের তথ্য তাদের পরিবারের কাছ থেকে নিশ্চিত হয়েছে আমার বিক্রমপুর।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, উভয় পক্ষকে নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!