মুন্সিগঞ্জ, ১২ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী থেকে ১ হাজার পিছ ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় সাথে থাকা তার আরেক সহকারী পালিয়ে যান।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, আজ বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে টংগীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন এর কুকরাদি এলাকার জনৈক কাউসার বেপারীর বাড়ির দক্ষিণ পাশে পদ্মা নদীর পাড় হতে হাসাইল এলাকার মৃত শফি মোল্লার ছেলে হানিফ মোল্লা (৫২) কে ১ হাজার পিছ ইয়াবাসহ আটক করা হয়। এসময় তার সাথে থাকা হাসাইল এলাকার জালাল উদ্দিন হাওলাদার এর ছেলে হালিম হাওলাদার (৩৭) পালিয়ে যেতে সক্ষম হন।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আটক ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে টংগীবাড়ি থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রকৃয়াধীন। পলাতক হালিম হাওলাদারের বিরুদ্ধে পূর্বের ৫টি মাদক মামলা রয়েছে।