৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১২:৪৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে স্বামীকে ঘরে ফেরাতে কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার নারী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ সেপ্টেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে স্বামীর ঘরে ফেরাতে কবিরাজের কাছে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন।

ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে পচু সরকার (৬০) নামক কথিত ঐ কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বেজগাও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী নারীর অভিযোগ, পাটাভোগ ইউনিয়নের ৩৫ বছরের এক নারীর সাথে তার স্বামীর বিচ্ছেদ হয়ে যায়। ১ সন্তানের জননী ওই নারী তার স্বামীর সাথে পুনরায় ঘর করার জন্য একাধিকবার চেষ্টা করে ব্যার্থ হয়। পরে সে প্রায় ৫ মাস আগে এলাকায় কবিরাজ হিসাবে পরিচিত উপজেলার ছনবাড়ির এলাকার মৃত দীনেশ মুক্তারের ছেলে পচু সরকারের কাছে তদবির (চিকিৎসা) নিতে যায়। এসময় পচু সরকার ওই নারীকে তার আসনের মালিককে খুশি করার কথা বলে ধর্ষণের চেষ্টা করে। ওই নারী বাধা দিতে গেলে তাকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে ধর্ষণে বাধ্য করে। গত কয়েক মাসে পচু সরকার একই কায়দায় ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে।

কবিরাজ পচু সরকারের লালসার শিকার ওই নারী তার হাত থেকে রক্ষা পেতে বেশ কিছুদিন আগে প্রকাশ্যে কবিরাজকে মারধর শুরু করে। ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে পচু সরকারের ছেলে দিপ্ত সরকার ও তার লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে ওই নারীর উপর চাপ তৈরি করে এবং একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান জানান, ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে পুলিশ আসামীকে গ্রেপ্তার করেছে।

error: দুঃখিত!