মুন্সিগঞ্জ, ১৮ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে এলজিইডি ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মামুনুর রশিদের পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে দুঃস্থ ও কর্মহীন সাড়ে ৮০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে জেলা এলজিইডি কার্যালয়ের সামনে নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
কর্মসূচির তত্ত্বাবধান করেন মুন্সিগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ।
এদিকে একই কর্মসূচিতে প্রকল্প পরিচালক প্রকৌশলী মামুনুর রশিদের ব্যক্তিগত উদ্যোগে সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করা হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকৌশলী মাজেদুল হক সজীব, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান, যুবলীগ নেতা বাদল রহমান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি জালালউদ্দিন রুমি রাজন প্রমুখ।