মুন্সিগঞ্জ, ২৩ অক্টোবর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, নির্যাতনের প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জ প্রথম আলো বন্ধুসভার আয়োজনে, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মুন্সিগঞ্জ প্রথম আলো বন্ধুসভার সভাপতি বিকাশ কুমার রায়ের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন, বন্ধুসভার প্রচার সম্পাদক হোসেন মিয়া, সাংবাদিক লিটন মাহমুদ, বন্ধুসভার সদস্য দেবাশীষ, রফিকুল ইসলাম, অনুপ সাহা, বিশ্বজিত দাস প্রমুখ।
এ সময় মানববন্ধনকারীরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি মুসলিম দেশ। এদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সহ অন্যান্য ধর্মালম্বী মানুষজন একসাথে বাস করেন। একজন আরেকজনের বিপদে-আপদে এগিয়ে আসেন। কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক কাজে অংশগ্রহণ করেন। এদেশের মানুষের মধ্যে ধর্ম নিয়ে কোন বিরোধ ছিলনা। তবে একশ্রেণীর মানুষ তাদের ফায়দার জন্য সব সময় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে। মুসলমান ও হিন্দুদের মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টায় লিপ্ত আছে। এ কারনেই কুমিল্লা সহ দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে।
এসময় বক্তারা আরো বলেন, যারা এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। এদেশের হিন্দু-মুসলিমরা তাদেরকে প্রতিহত করবে। সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।