২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:০৬
মুন্সিগঞ্জে সাপের কামড়ে সাংবাদিকের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় সাপের কামরে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) রাত ১২টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয়ভাবে জানা যায়, গত বৃহস্পতিবার (১১এপ্রিল) সকালে সিদ্ধেশ্বরী বাজারে দৈনিক সভ্যতার আলো পত্রিকার ফটো সাংবাদিক সিফাত চোকদার (২৫) তার সিফাত ভ্যারাইটিজ ষ্টের দোকান খুলে প্রবেশ করলে ভিতরে থাকা বিষাক্ত সাপে তার পায়ে ছোবল মারে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঢাকা মেডিকেলে পাচঁ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার (১৫ এপ্রিল) রাত ১২টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। এতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

মঙ্গলবার দুপর ২টায় উপজেলার গনাইসার কবর স্থানে তাকে দাফন করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হাওলাদার ভুতু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ শেখ ও উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ।

error: দুঃখিত!