মুন্সিগঞ্জ, ১৬ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় সাঁতার না জানায় নদীতে ডুবে শ্রমিকের প্রাণ গেছে। ওই শ্রমিক স্থানীয় সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কাজ করতেন।
মৃত স্বপন নাইডু (১৬) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লংলা চা বাগান এলাকার বাবুল নাইডুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন মাস আগে স্বপন নাইডু ওই প্রতিষ্ঠানে কাজে যোগ দেন। আজ শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় কয়েকজন মিলে কোম্পানির মাঠে ফুটবল খেলার পর দুপুর ১২টার দিকে গোসল করতে কোম্পানি সংলগ্ন ফুলদী নদীতে নামেন। অন্যরা সাঁতার জানলেও স্বপন নাইডু সাঁতার জানতেন না। গোসলে নামার কিছুক্ষণ পর পানিতে তলিয়ে যান তিনি।
পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
সিনোবাংলা ইন্ডাস্ট্রি লিমিটেডের মহাব্যবস্থাপক মামুন মিয়া বলেন, আমরা ১৮ বছরের কম বয়সী কাউকে আমাদের ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে নিয়োগ দেই না। আজকে যে মারা গেলো আপনারা যাকে স্বপন নাইডু বলছেন সে সানি বাগচী নামে একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে আমাদের এখানে যোগদান করেছিল। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স আঠারো বছরের বেশি। আজকে তিনি মারা যাওয়ার পর আমরা জানতে পারলাম তিনি আইডি কার্ড জালিয়াতির মাধ্যমে আমাদের এখানে যোগদান করেছিলেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, নিহতের মরদেহ থানায় রয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।