১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:২১
মুন্সিগঞ্জে সরকারী জলাশয় ভরাট করছেন ইউপি সদস্য
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১৪ অক্টোবর, ২০১৯, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে রাস্তা নির্মাণের অজুহাতে সরকারী জলাশয় ভরাট করছে এক ইউপি সদস্য।

উপজেলার শ্রীনগর-ভাগ্যকুল আঞ্চলিক মহাসড়কের জুশুরগাঁও নামক স্থানে রাস্তার দক্ষিণ পাশে এ ভরাট কাজ চালাচ্ছেন পাটাভোগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড (জুশুরগাঁও/কুশারীপাড়া) সদস্য আনোয়ার হোসেন।

জানা যায়, দু’দিন যাবত ড্রামট্রাক দিয়ে বালু এনে পে-লোডার দিয়ে দিন-রাত দ্রুত মাটি ভরাটের কাজ করা হচ্ছে। রাস্তা বানানোর অজুহাতে প্রায় কোটি টাকা মূল্যের সরকারী জায়গা দখল করা হচ্ছে। 

এ বিষয়ে ইউপি সদস্য আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে ওই জায়গা তিনি লিজ আনার কথা বললেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। এ সময় তিনি দম্ভ করে বলেন, যা পারেন লেইক্যা দেনগা!

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারী জলাশয় কোনভাবেই ভরাট করা যাবে না। যদি কেউ এমনটা করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, বিষয়টি আমি অবগত নই।

error: দুঃখিত!