১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:১৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১২ বছর বয়সী শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক হয়েছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের কমলাপুর এলাকায় মারকাজুল কারীম কওমী মাদরাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ রোমান আহম্মেদকে (১৯) আটক করে পুলিশ। তিনি নেত্রকোনা সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আ. জাব্বারের ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, গত সোমবার দিবাগত রাত ১১ টার দিকে মাদ্রাসার অফিস কক্ষে বলাৎকারের এ ঘটনা ঘটে।

তারা জানান, শিক্ষক রোমান নানা প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে (১২) জোরপূর্বক বলাৎকার করেন। পরদিন দুপুরে বাড়িতে খাবার খেতে গিয়ে ঘটনাটি মা-বাবার কাছে জানান ওই শিক্ষার্থী। পরে ভুক্তভোগীর বাবা মাদ্রাসা কর্তৃপক্ষকে ঘটনাটি জানালে তারা স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেন। কিন্তু কোন সুরাহা না হওয়ায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত শিক্ষককে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘অভিযুক্ত শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।’

error: দুঃখিত!