১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:৫৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে আসামির জামিনের প্রতিবাদে ‘মার্চ টু জজ কোর্ট’ কর্মসূচি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় পৃথক হত্যা মামলার দুই আসামীর রিমান্ড নামঞ্জুর করে জামিন আদেশের প্রতিবাদে মুন্সিগঞ্জে ‘মার্চ টু জজ কোর্ট’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১ টার দিকে শহরের সুপারমার্কেট থেকে শুরু হয় কর্মসূচি। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী ও নাগরিক অংশ নেন। এসময় জামিনের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দিতে শোনা যায় বিক্ষুব্ধ আন্দোলনকারীদের। পরে আন্দোলনকারীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে ঘন্টাব্যাপী অবস্থান নেন।

ভিডিও প্রতিবেদন:

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘ওই দুই আসামির বিষয়ে প্রাথমিক স্বাক্ষী-প্রমাণ থাকায় আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। কিন্তু নজিরবিহীনভাবে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিনের আদেশ দেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এত দ্রুত হত্যা মামলার আসামির যদি জামিন হয়ে যায় তাহলে ফ্যাসিবাদের দোসররা পুনর্গঠিত হয়ে আবারও ছাত্র-জনতার উপর নির্যাতন-হামলা চালাবে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেটে নিহত শহরের উত্তর ইসলামপুর এলাকার সজল মোল্লা ও নুর মোহাম্মদ ডিপজল হত্যা মামলার আসামি মাহমুদুল হাসান রাহিম ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের পর গত সোমবার আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে আসামীদের জামিনের আদেশ দেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান। এতে বিক্ষুব্ধ হয়ে উঠেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঘোষণা দেয়া হয় ‘মার্চ টু জজ কোর্ট কর্মসূচির’।

error: দুঃখিত!