২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:২৫
মুন্সিগঞ্জে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ অক্টোবর, ২০২০, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে ধরা পড়ার পর কিশোরকে নির্যাতনের দায়ে অভিযুক্ত ইউপি সদস্য ও তার শশুড়কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) তাদের আটক করে গজারিয়া থানা পুলিশ।

গজারিয়া থানা’র ওসি মামুনুর রশিদ বেলা ১ টা’য় ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেন।

আটক মামুন গজারিয়ার বাউশিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য। ও অপর আটক মিলন সরকার তার শশুড়। তবে মেম্বার মামুনের স্ত্রী মিতু এখনো পলাতক রয়েছেন।

নির্যাতনের শিকার তামিম হোসেন বাউশিয়া এম এ আজহার আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। সে উপজেলার বাউশয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি গ্রামের আলম বেপারীর ছেলে। গুরুতর আহত অবস্থায় সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

আরও পড়তে পারেন: মুন্সিগঞ্জে শিক্ষার্থীকে বেঁধে নির্যাতন করলো ইউপি সদস্য

হাসপাতালে চিকিৎসাধীন তামিম হোসেন জানান, বাউশিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মামুন মেম্বার এবং তার স্ত্রী মিতু বেগমসহ আরো কয়েকজন মিলে আমাকে ৫ তলা ভবনের ছাদের উপর বেধে মারপিট করেছে।

মামুন মেম্বারের শালিকার সাথে আমার সাথে দুই বছর যাবত প্রেম সম্পর্ক চলে আসছে। শনিবার মামুন মেম্বারের স্ত্রীর মোবাইল থেকে মেহরিন এর নামে একাধিক ম্যাসেজ দিয়ে আমাকে মামুন মেম্বার এর বাড়ি যেতে বলে।

আমি মেহরিনের সাথে দেখা করতে মামুন মেম্বারের বাড়ির নিচতলায় অপেক্ষারত অবস্থায় দুইজন যুবক আমাকে দেখে আটকে ফেলে। তখন মেম্বার ও তার স্ত্রীসহ কয়েকজন যুবক আমাকে ছাদের উপর নিয়ে বেঁধে ফেলে। মেম্বার এবং তার স্ত্রী আমাকে মারপিট করে বাইরে অজ্ঞান করে ফেলে রাখে। পরে জানতে পারি মামুন মেম্বারের শশুর আমাকে মেডিকেলে ভর্তি করেছেন।

নির্যাতনের শিকার তামিম হোসেন আরো জানান, মামুন মেম্বারের স্ত্রীর মোবাইল এবং আমার মোবাইল তদন্ত করলে সঠিক ঘটনা বেরিয়ে আসবে । আমাকে তারা ডাকাত বলে মিথ্যা অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে বস্তায় টুকরা টুকরা করে ফেলে দেওয়ার হুমকি দেয়।

গজারিয়া থানা’র ওসি মামুনুর রশিদ জানান, কিশোরকে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত বাকীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

error: দুঃখিত!