২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৭:২৬
মুন্সিগঞ্জে শিক্ষার্থী অপহরন, দুই মাস পর পিতার কাছ থেকেই উদ্ধার
খবরটি শেয়ার করুন:

শ্রীনগরে এক স্কুল ছাত্রীকে অপহরণ মামলার দুইমাস পর মামলাটির বাদী ওই স্কুল ছাত্রীর বাবার কাছ থেকে মেয়েকে উদ্ধার করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার উমপাড়া এলাকা থেকে শ্রীনগর থানা পুলিশ ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে।

পুলিশ জানায়, ওই এলাকার শারজাহান মিয়ার মেয়ে অষ্টম শ্রেণীতে পড়ুয়া রুমা আক্তার (১৩) দুই মাস পূর্বে নিখোজ হয়।

এ ঘটনায় শারজাহান আলী পূর্ব শত্রুতার জের ধরে তার প্রতিবেশী মামুন ও তার পরিবারের চার জনকে আসামী করে একটি অপহরণ মামলা করে। শ্রীনগর থানার মামলা নং ২২।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই আলমগীর কবির জানান, মোবাইল ফোনের কললিষ্টের সূত্র ধরে পুলিশ নিশ্চিত হয় ঘটনাটি অপরহন নয়। প্রেম সংক্রান্ত কারণে রুমা বীরতারা এলাকার রাজুর হাত ধরে চলে যায়। কিছু দিন পর শারজাহান মিয়া তার মেয়ে ও মেয়ের জামাইকে মেনে নিয়ে বাড়ীতে আশ্রয় দেয়।

পরে পুলিশ রুমাকে তার বাবার কাছ থেকে উদ্ধার করে আদালতে প্রেরণ করে।

error: দুঃখিত!