১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৪:৩৯
মুন্সিগঞ্জে র‌্যাবের হাতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২২ অক্টোবর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় নূরুল হক তালুকদার নামে যৌতুক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার বালাশুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি যৌতুকের মামলা রয়েছে। নূরুল হক উপজেলার বালাশুর (বাঘাডাংগা) গ্রামের হালিম তালুকদারের ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব-১১, সিপিসি-১, এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নানের নের্তৃত্বে সংগীয় র‌্যাব সদস্য নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালাশুর বাজার এলাকা থেকে নূরুল হককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্র আরো জানায়, সে একটি যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

error: দুঃখিত!