মুন্সিগঞ্জের গজারিয়ায় মোবাইল কিনে না দেওয়ায় অনিক মিয়াজী (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
সোমবার (১৫ এপ্রিল) সকালে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের বাবার নাম আবদুল মতিন মিয়াজী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অনিক তার মায়ের কাছে দামী মোবাইল ফোন দাবি করে। মোবাইল ফোন কিনে দিতে অস্বীকৃতি জানালে মায়ের সঙ্গে অভিমান করে নিজের বসতঘরে বিষপান করে অনিক।
গজারিয়া থানার ওসি মোহাম্মদ হারুন অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।