মুন্সিগঞ্জ, ১৩ জানুয়ারি, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদ্রাসা ছাত্রকে (৯) বলাৎকারের অভিযোগে মাওলানা রবিউল হাসান নামে ওই শিক্ষাপ্রতিষ্ঠানেরই এক শিক্ষকেক আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভাগী ওই শিক্ষার্থীর পরিবার।
এর আগে গত ৭ই জানুয়ারী সিরাজদিখান পূর্ব রাজদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
আটক মাওলানা রবিউল হাসান (২২) ঠাকুরগাও জেলার দেওগাও গ্রামের আলী আহম্মদের ছেলে।
জানা যায়,গত ৭ই জানুয়ারী দুপুর পূর্ব রাজদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসায় নিজের থাকার ঘরে ডেকে নিয়ে নয় বছর বয়সী দ্বিতীয় শ্রেনীর ওই শিক্ষার্থীকে বলাৎকার করে মাদ্রাসাটির শিক্ষক মাওলানা রবিউল হাসান।
ভুক্তভোগী পরিবারটি লোক লজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখতে গেলেও জানাজানি হয়ে যায় এবং গতকাল সোমবার দুপুরে থানায় অভিযোগ করলে বিকালে ওই শিক্ষককে আটক করে সিরাজদিখান থানা পুলিশ ।
সিরাজদিখান থানার এসআই মো.মোতালেব হোসেন ঘটনার সত্যতা স্বীকার বলেন, বলাৎকারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে এবং ভুক্তভাগী শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে পাঠানো হতে পারে ।