৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৩:১৪
মুন্সিগঞ্জে মাদক পূর্নবাসন কেন্দ্রের ভেতরে একজনকে কুপিয়ে হত্যা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জে কৃপা মাদক পূর্নবাসন কেন্দ্রে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফয়সাল (৩০) নামের একজনকে হত্যা করা হয়েছে।

হত্যার সাথে জড়িত সন্দেহে রুবেল (২৮) নামের এক মাদক আসক্তকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে শহরের মাঠপাড়ায় অবস্থিত কৃপা মাদক পূর্নবাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সালের বাবা ওমর ফারুক বলেন, গত ৩ মাস আগে ছেলে ফয়সালকে মাদক নিরাময় এর লক্ষে কৃপায় ভর্তি করা হয়েছিলো। তার সাথে একই রুমে ফয়সাল ও রুবেল থাকতেন,গতকাল বৃহস্পতিবার দিবাগতরাত শুক্রবার ভোর সাড়ে ৪ টারদিকে রুবেল ফয়সালকে ধারালো অস্ত্রদিয়ে এলোপাথারি কুপিয়ে মারাক্তক জখম করে । পরে কৃপার চিকিৎসকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষন করেন।

নিহত ফয়সাল সদর উপজেলার পানাম গ্রামের ওমর ফারুক মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুছ আলী বলেন, হত্যা কারী রুবেল তার শিকারোক্তি মূলক জবান বন্দি দিয়েছে। তবে কি কারনে ফয়সালকে এমন নির্মম ভাবে হত্যা করা হয়েছে তা জানা যায়নি । তদন্ত চলছে ।

error: দুঃখিত!