২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:০৫
মুন্সিগঞ্জে মাতলামি করায় একজনকে ৩ মাসের কারাদন্ড
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ মার্চ, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামি করার অভিযোগে এক জনকে ৩ মাসের কারাদন্ড ও দুই শত টাকা জরিমানা করেছে ভ্রামম্যান আদালত।

বৃহস্পতিবার দুপুরে টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকতার্ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিনা আক্তার এই আদেশ দেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার আলদী বাজারে মাদকাশক্ত কাইয়ুম বেপারী গাঁজা খেয়ে মাতলামী করছিলো। এ সময় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যম্য তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সাজাপ্রাপ্ত কাইয়ূম বেপারী মুন্সিগঞ্জ সদর উপজেলার মৃত মতিন বেপারীর ছেলে। এ ব্যাপারে টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকতার্ হাসিনা আক্তার জানান, মাদক আইনে একজনকে ৩ মাসের সাজা প্রদান করা হয়েছে।

error: দুঃখিত!