মুন্সিগঞ্জ সদরে পঞ্চসার ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এলোপাতাড়ি গুলিতে ২জন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ মো. (৩২) ও রুহুল আমিন (৪৫) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শৈবাল বসাক জানান, আহতদের মধ্যে বুকে গুলিবিদ্ধ ফয়সালের অবস্থা আশংকাজনক। রুহুল আমিন গলায় গুলিবিদ্ধ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোটকেন্দ্রের সামনে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাসের সাথে ইউপি মেম্বার রুবেল সরদারের কথা কাটাকাটির জের ধরে হরগঙ্গা কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ পিস্তল নিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়লে ২ জন গুলিবিদ্ধ হয়। এসময় ৩ রাউন্ড গুলি ছোড়া হয়।
এদের মধ্যে ফয়সাল স্থানীয় ভোটার এবং অপরজন রিকশাচালক।
ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।