২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:৪২
মুন্সিগঞ্জে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সংবাদ সম্মেলন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২ অক্টোবর, ২০১৯, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলার শ্রীনগর প্রেসক্লাব মিলনায়তনে জেলা ও শ্রীনগর উপজেলা শাখার বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল রহিম সরকার এক লিখিত বক্তব্যে বলেন, সকল বঞ্চনা বৈষম্য দূরীকরণ এবং যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে শিক্ষকদের। অবিলম্বে জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন করে শিক্ষকদের মাঝে যে, অপ্রাপ্তি, বঞ্চনা, বৈষম্য ও ক্ষোভ রয়েছে তা দূরীকরণ করা জরুরী। শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারী শিক্ষকদের মধ্যে যে, বৈষম্য রয়েছে তা দূরীকরণে অবিলম্বে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষা ব্যবস্থা জাতীয়করন হলে শুধুমাত্র শিক্ষকরাই উপকৃত হবেন না, এর সর্বোচ্চ সুবিধা ভোগ করবে প্রান্তিক অসচ্ছল জনগোষ্ঠীর সন্তানরাও।

তিনি আক্ষেপ করে বলেন যে, সংখ্যায় পাঁচ লক্ষাধিক এবং দেশের ৯৭ ভাগ মাধ্যমিক শিক্ষা পরিচালনার দায়িত্ব পালন করেও বছর শেষে তাদের প্রাপ্তি অতিরিক্ত ৪% বেতন কর্তন।  

লিখিত বক্তব্য পেশের শেষ প্রান্তে তিনি মুজিববর্ষকে আলোকবর্ষ হিসেবে আখ্যায়িত করেন এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে দেশের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সম্পাদক আব্দুল হালিম, যুগ্ন-সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার সাহা, জেলা কমিটির সহ-সভাপতি মো. জহিরুল হক, মো. আবুল হোসেন, এসএম তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক মিয়া ফরিদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ আতহারী, যুগ্ন-সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান খান, শ্রীনগর উপজেলা কমিটির সভাপতি আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন উজ্জ্বল এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রায় তিন শতাধিক শিক্ষক কর্মচারীবৃন্দ।

error: দুঃখিত!