মুন্সিগঞ্জ শহরের খাসকান্দি এলাকায় এক গৃহবধূ অদ্ভুত আকৃতির এক শিশুর জন্ম দিয়েছেন।
গত শুক্রবার দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালী পাড়া এলাকার আমেনা মোল্লা ক্লিনিকে সিজারের মাধ্যমে শিশু ছেলে সন্তানের জন্ম হয়। ওই ক্লিনিকে শিশুটিকে নিবির পর্যবেক্ষনে রাখা হয়েছে।
গৃহবধূ জানান, সাড়ে ৩বছর আগে স্বাভাবিক ডেলিভারীতে তার এক ছেলে সন্তান জন্ম নেয়। সে সুস্থ আছে। গত শুক্রবার তাদের দ্বিতীয় এই শিশুটি সিজারের মাধ্যমে জন্ম হয়। শিশুটি ছেলেটি সুস্থ রয়েছে। তবে তার অনেক সমস্যার কারণে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, শিশুটির শরিরের চামড়া অনেকটা বৃদ্ধ মানুষের মতো। চোখ দুইটি দেখতে ভিনগ্রহের প্রানীদের মতো দেখা যায়। আর মুখ ও নাক আনেকটা স্বাভাবিক মানুষের চাইতে একেবারেই পৃথক।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ও গাইনি চিকিৎসক ডা. উম্মে কুলসুম জানান, শিশুর রোগটির নাম হারলিকুইন আইছথিয়োশিস। এটা একটা জেনেটেক ডিজঅর্ডার। ১০০ বছরের মধ্যে শিশুটির মা কিংবা বাবার পরিবারে কখনো এ রোগের রোগী ছিলো। তাই তার এ সমস্যা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। শিশুটিকে চিকিৎসা জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিতে হবে। তবে শিশুটি বর্তমানে সুস্থ আছে।