শিহাব অাহমেদ: মুন্সিগঞ্জ শহর পৌরসভায় ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নাসির এর বিরুদ্ধে পৌরসভা (নির্বাচন অাচরন) বিধিমালা উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে শোডাউন করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ১৪ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরে ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে মুন্সিগঞ্জ শহরে নাসির নিজেই এই শোডাউন করেন। শোডাউন থেকে বিভিন্ন স্লোগান দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়।
অথচ পৌরসভা (নির্বাচন অাচরণ) বিধিমালা-২০১৫ এর ১৩ ধারার (ক) তে উল্লেখ অাছে- ‘কোন ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌ-যান, ট্রেন কিংবা অন্য কোন যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বাহির করিতে পারিবে না কিংবা কোনরুপ শোডাউন করিতে পারিবে না।’
২নং ওয়ার্ডে পুরুষ ভোটার রয়েছে ৪০৩০জন। এই ওয়ার্ডের মালপাড়া এলাকার বাসিন্দা গৃহীনি বেলী বেগম (৩৫) ‘অামার বিক্রমপুর’ কে বলেন, ‘অামি অামার মেয়েকে নিয়ে বের হয়েছিলাম, হঠাৎ মহড়া দেখে অামার মেয়ে অাতকে ওঠে’
এ বিষয়ে জানতে কাউন্সিলর প্রার্থী নাসির হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ‘সমস্য নেই, অাপনি অামার সাথে দেখা করেন। অামি ‘ম্যানেজ করবো’।’