৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:০০
মুন্সিগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী মো. শামসুর রহমানের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন।

তিন হাজার ৪৫৭ টাকার পৌর হোল্ডিং কর বকেয়া থাকায় শনিবার তার মনোনয়নটি বাতিল ঘোষণা করেন রির্টার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের।

তিনি বলেন, পৌরসভাটির সচিব স্বাক্ষরিত বকেয়া তালিকা অনুযায়ী বিধি মোতাবেক বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নটি বাতিল করা হয়েছে।

তবে বিএনপির এই প্রার্থীর দাবি হোল্ডিং কর বকেয়ার বাড়ির মালিক তিনি নন, তার শ্বশুর।

শামসুর রহমান অভিযোগ করেন, ষড়যন্ত্রমূলকভাবে বর্তমান মেয়র আওয়ামী লীগ প্রার্থী শহিদুল ইসলাম শাহিন এই কর বকেয়া দেখিয়েছেন।

এই বিষয়ে তিনি আপিল করবেন বলেও জানান।

এছাড়া এক শতাংশ ভোটারের স্বাক্ষর যথাযথ না হওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামান হোসেনের মনোনয়নপত্রও বাতিল হয়েছে।

মিরকাদিম পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম শাহীন, জেপির (মঞ্জু) প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল গফুর মিয়া এবং স্বতন্ত্র হিসাবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনসুর আহম্মেদ কালামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

error: দুঃখিত!