১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:৫৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বিএনপির গণমিছিল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ক্ষমতাসীন দলের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সকল রাজবন্দিদের মুক্তি তথা ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল কর্মসূচি পালন করেছে মুন্সিগঞ্জ জেলা বিএনপি।

শনিবার সকাল সাড়ে ১১ টা’র দিকে মুন্সিগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর পুরাতন ফেরিঘাট সংলগ্ন গোসাইবাগ এলাকায় এই গণমিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

পরে পুলিশের বাঁধার মুখে সড়কে না নেমে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শান্তিপূর্ণভাবে ফিরে যান নেতাকর্মীরা।

এসময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু। এসময় আরও উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির আহবায়ক মহিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি শাহজাহান খান, সদর থানা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির। জেলা যুবদলের আহবায়ক মজিবর দেওয়ান, সদস্য সচিব মাসুদ রানা, জেলা মহিলা দলের আহবায়ক বীনা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম।

এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!