মুন্সিগঞ্জ, ৪ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় বন্ধুদের সাথে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ ৩ দিন পর উদ্ধার করেছে নৌ পুলিশ। মৃত যুবকের নাম ফারুক হোসেন (২০)। তিনি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে।
ফারুক হোসেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে মেঘনা নদীর ভাটি বলাকি এলাকায় মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেন। পরে নৌ পুলিশ সেটি উদ্ধার করে।
এর আগে, গত বুধবার বিকাল সাড়ে চারটার দিকে নদীর গজারিয়া অংশের তেতৈতলা এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে পানিতে নেমে নিখোঁজ হন ওই যুবক।
মৃত ফারুকের বন্ধু জহিরুল ইসলাম বলেন, গত বুধবার আমরা ২২ জন মেঘনা সেতুর নিচে বেড়াতে আসি। দুপুর আড়াইটার দিকে আমরা এখানে এসে উপস্থিত হই। বিকাল সাড়ে চারটার দিকে ফারুক, আমিসহ ছয়জন গোসল করার জন্য মেঘনা নদীতে নামি। আমরা পাঁচজন গোসল করে উপরে উঠে যাওয়ার সময় ফারুক আরও কিছুক্ষণ পানিতে থাকার ইচ্ছা পোষণ করে। পানিতে ডুব দিয়ে সে দীর্ঘক্ষণ উপরে না উঠলে বিষয়টি আমাদের সন্দেহ হয়। আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়া গেলে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।
গজারিয়া নৌ-পুলিশের ইনচার্জ মাহবুবুর আলম জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়। আমরা লাশটি উদ্ধার করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।