মুন্সিগঞ্জে সন্ত্রাসীদের আতঙ্কে আত্মগোপনে রয়েছেন জামায়াতে ইসলামীর কর্মী মো. আশিকুল ইসলাম প্রিজম।
মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব দেওসার গ্রামের মো. মনির হোসেন ঢালীর পুত্র মো. আশিকুল ইসলাম প্রিজম জামায়াতে ইসলামীর একজন একনিষ্ঠ কর্মী। সে দুবৃত্তদের দেয়া প্রাণনাশের হুমকিতে আত্মগোপনে চলে যান।
জামায়াতে ইসলামীর একজন কর্মী হওয়ার অপরাধে স্থানীয় সন্ত্রাসীরা তাকে দীর্ঘদিন যাবৎ ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। এতে করে জীবনে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
এর আগে প্রিজম একাধিকবার সন্ত্রাসীদের হামলার স্বীকার হন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
তার বাবা মো. মনির হোসেন ঢালী বলেন, ‘আমার ছেলে প্রিজম বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন ক্ষুদ্র কর্মী। সে কখনো কারো ক্ষতি করেনি, কারো সাথে কোন বিরোধও নেই। তারপরও তার উপর হামলা হয়েছে। এখন তাদের ভয়ে আমার ছেলে বাড়ি থাকতে পারছেন না। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করি।’
স্থানীয়রা বলেন, মো. আশিকুল ইসলাম প্রিজম জামায়াতে ইসলামীর একজন কর্মি। সে কখনো কারো সাথে কোন খারাপ আচরণ করেনি। সমাজ সেবা কর্মকান্ডও করছে নিয়মিত।
এদিকে দুর্বৃত্তদের হামলার ঘটনায় প্রিজম গত ১০ মে ২০২২ ইং তারিখে মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন। যার জিডি নং ৪২০/২০২২।
বর্তমানে জনমুখে শোনা যাচ্ছে, সন্ত্রাসীদের ভয়ে জীবন রক্ষার জন্য আশিকুল ইসলাম প্রিজম গোপনে নিজ মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে রোমানিয়ায় পাড়ি জমিয়েছেন। এ অবস্থায় তার পরিবার নিজেদের সুরক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।