মুন্সিগঞ্জ ২৮ সেপ্টেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ৩ দিনব্যাপী শ্রাবণ প্রকাশনীর বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বই মেলার আয়োজন করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীন মিনার প্রঙ্গনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুস সোহেব, দৈনিক সভ্যতার আলো’র সম্পাদক মীর নাছির উদ্দিন উজ্জল, প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদি হাসান তুহিন, দৈনিক নাগরিক সময়ের সম্পাদক তানভীর হাসান, শ্রাবন প্রকাশনের কর্নধার রবিন আহসান, আবদুল্লাহ আবু সায়ীদ পাঠাভ্যাস চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক তানিয়া নন্দীনি প্রমুখ।
মুন্সিগঞ্জে এই মেলার আয়োজন করে আবদুল্লাহ আবু সায়ীদ পাঠাভ্যাস চর্চা কেন্দ্র।
মুন্সিগঞ্জ জেলার ১৫ টি স্কুল ও কলেজে মেলা চলবে।
আজ এভিজিএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়, সরকারি হরগঙ্গা কলেজ, মাকুহাটি জিসি উচ্চ বিদ্যালয়, রামপাল এন বি এম উচ্চ বিদ্যালয়, সিপাহীপাড়া চৌরাস্তা ঘুরে এসে মুন্সিগঞ্জ শহরের কাচারি মোরে এসে সন্ধ্যা ৬ টায় আজকের মত মেলা শেষ হবে।
এরপর পর্যায়ক্রমে জেলার টংগিবাড়ী, শ্রীনগর, লৌহজং, সিরাজদিখান উপজেলার বিভিন্ন স্কুল কলেজে এই ভ্রাম্যমান মেলা অনুষ্ঠিত হবে।