মুন্সিগঞ্জের সিরাজদিখানে শনিবার বেলা ১২ টার দিকে পোস্ট ই-সেন্টার এবং স্কুল ব্যাংকিং কার্যক্রম প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব প্রধান অতিথি হিসেবে মো. আবুল কালাম আজাদ পরিদর্শন ও উদ্বোধন করেছেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আতিউর রহমান। সিরাজদিখান উপজেলা সদর পোস্ট অফিসের কার্যালয়ে পোস্ট ই-সেন্টার পরিদশন শেষে উপজেলার রাজদিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিদর্শন ও এজেন্ট ব্যাংকিং মোবাইল অ্যাপ শুভ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী।
এর আগে পোস্ট ই-সেন্টার পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক প্রভাস চন্দ্র সাহা, ডাক ও টেলিযোগাযোগ অতিরিক্ত সচিব মো. মাহফুজুর রহমান, বাংলাদেশ ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক শুধাংসু শেখর ভদ্র, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের পোষ্ট মাস্টার জেনারেল আব্দুল্লাহ আল মাহবুবুর রহমান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম, এএসপি (সার্কেল) সামসুজ্জামান বাবু, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার রওনক আফরোজা সুমা প্রমূখ।