মুন্সিগঞ্জ ৭ অক্টোবর, ২০১৯, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহ-আলম জানান, উপজেলার কুশরিপাড়া গ্রামে সাকির (৫) ও সেজান (২৫) নামে এই দুই খালাত ভাইয়ের মৃত্যু হয়।
সেজান উপজেলার কোলাপাড়া গ্রামের আখলাছ মিয়ার ছেলে। আর সাকির গাজীপুর জেলার মো. নাসির মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, কুশরিপাড়া গ্রামে মামাবাড়ি বেড়াতে এসে একটি পুকুরে নৌকায় ঘুরে বেড়াচ্ছিল সাকির ও সেজান। এ সময় তারা নৌকা থেকে পড়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহ-আলম বলেন, “পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।”