১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৯:১০
মুন্সিগঞ্জে পাশের বাড়ির বৃদ্ধাকে ধর্ষণ; আ.লীগ নেতার ভাগ্নে গ্রেফতার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ওজু করতে যাওয়ার সময় বাড়ির পাশের ৭২ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কাদের শেখকে গ্রেপ্তার করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টায় মুন্সীগঞ্জ পৌরসভার পূর্বশীলমন্দি এলাকার স্থানীয় খাল হয়ে নৌকাযোগে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা করার সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে তাকে গ্রেপ্তার করা হলো। এর আগে একইদিন বিকালে মুন্সিগঞ্জ সদর থানায় ভুক্তভোগী বৃদ্ধা বাদী হয়ে মামলা করেন। অভিযুক্ত কাদের শেখ একই এলাকার বাসিন্দা। সে মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুইয়ার ভাগ্নে। মামার প্রভাব সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপকর্ম করছিলো। গত বুধবার রাতে পূর্বশীল মন্দি এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটায় আওয়ামী নেতা সাইদুরের ভাগ্নে।

ভুক্তভোগী ও পুলিশ জানায়, ভুক্তভোগী বৃদ্ধা বুধবার রাতে এশার নামাজ পরার জন্য ওজু করতে ঘর থেকে বের হয়। এ সময় এলাকার চিহ্নিত মাদকসেবী কাদের তার মুখে কাপড় চেপে ধরে ধর্ষণ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান ‘আমার বিক্রমপুর’ কে জানান, ধর্ষণের ঘটনায় মামলার প্রেক্ষিতে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পূর্বশীলমন্দির খাল হয়ে নৌকা দিয়ে পালিয়ে যাচ্ছিলো।