মুন্সিগঞ্জ, ৬ আগষ্ট, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে পানিতে ডুবে ঐশী আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালের দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের টুনিয়ামান্দ্রা গ্রামে এই ঘটনা ঘটে। ঐশী নারায়াণগঞ্জ এলাকার আবুল হোসেনের কন্যা।
এলাকাবাসী ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঐশী তার মামা জাহাঙ্গীর আলম টুটুল মোল্লার বাড়িতে বেড়াতে আসে। সকাল সাড়ে ১০ টার দিকে ওই শিশুসহ কয়েকজন মিলে বাড়ির পাশে বন্যায় প্লাবিত একটি পাকা রাস্তায় গোসল করতে যায় তারা। এ সময় পানির স্রোতে শিশুটি ভেসে গিয়ে নিখোঁজ হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু জানান, এলাকাবাসী ও শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে বিলের পানি থেকে শিশু ঐশীকে উদ্ধার করেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।