৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:৫৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে পরকীয়া সন্দেহে এক নারীর চুল কাটলো আরেক নারী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ অক্টোবর, ২০২২, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় স্বামীর সাথে পরকীয়া সন্দেহে এক নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের পর তার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আরেক নারীর বিরুদ্ধে।

ভুক্তভোগী ঐ নারী গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাসিন্দা।

ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘ ১২ বছর আগে তার স্বামী তাকে ছেড়ে অন্য আরেক জনকে বিয়ে করে নতুন করে সংসার শুরু করে। সংসার জীবনে তাদের তিন মেয়ে রয়েছে। অভাবের সংসারে হাল ধরতে বাধ্য হয়ে তিনি কিছুদিন স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। পরবর্তীতে শুরু করেন ফেরি করে কাপড় বিক্রির ব্যবসা।

গেল শনিবার দিবাগত রাতে স্থানীয় লোকজনের সাথে তিনি সিলেট হযরত শাহ জালাল ও শাহ পরান (রা.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। গাড়িতে প্রায় ৪৭ জন যাত্রী ছিল। তাদের মধ্যে একজন ছিলেন পার্শ্ববর্তী গ্রাম দৌলতপুরের জনৈক পুরুষ ব্যক্তি। ঐ ব্যক্তির স্ত্রী’র সন্দেহ হয় তার স্বামী ভুক্তভোগীকে নিয়ে সিলেটে গিয়েছিলেন।

এরপর গত সোমবার দিবাগত রাত ১টার দিকে সিলেট থেকে তারা গজারিয়া ভবেরচর বাসস্ট্যান্ড এসে নামেন। ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় নামার পরই আগ থেকে ওত পেতে থাকা জনৈক ঐ বিবাহিত ব্যক্তির স্ত্রী’র নেতৃত্বে ৭-৮জন তাকে গাড়িতে তুলে নিয়ে নির্জন জায়গায় নিয়ে মারধর ও শরীরের বিভিন্ন অংশে মরিচের গুড়া ছিটিয়ে দেয়। এলাকাবাসীর কাছে কলঙ্কিনী প্রমাণ করতে কেটে দেওয়া হয় মাথার চুলও। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. কান্তা রাণী দাস বলেন, মহিলার গায়ে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে আঘাত গুরুতর নয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে বাদি হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!