১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৬:২৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ সেপ্টেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে নিখোঁজ শিশু ওয়ালিদ হাওলাদার (৩) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

পরিবার জানায়, লাশ উদ্ধারের ২৪ ঘন্টা আগে সে নানীবাড়িতে বেড়াতে গিয়ে হারিয়ে যায়।

ওয়ালিদ টংগিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের কাইচাইল গ্রামের সৌদি আরব প্রবাসী সালাউদ্দিন হাওলাদারের ছেলে ও সালাউদ্দিন- সাকিবা দম্পতির একমাত্র সন্তান।

আজ বুধবার সন্ধ্যায় উপজেলার কুন্ডেরবাজার বাজারের পাশে জনৈক জয়নালের বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ ছিলো সে।

টংগিবাড়ী থানার ওসি রাজিব খান জানান, শিশুটির শরীরে একাধিক জখম রয়েছে৷

তিনি জানান, বুধবার বিকালে পরিবারের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এক দিন আগে তার পরিবার থানায় নিখোঁজের ডায়েরি করেছিলো৷

লাশ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

error: দুঃখিত!