২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৩:৩৯
মুন্সিগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে মিললো প্রবাসীর গ.লাকাটা ম.রদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ মার্চ, ২০২৪, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় মালয়েশিয়া ফেরত ডালিম দেওয়ানের (৩৮) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ৮ মার্চ দুপুর দেড়টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পশ্চিম নয়াকান্দী গ্রামে আনারপাড় সুইচ গেট সংলগ্ন মেঘনা নদীর শাখা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত ডালিম দেওয়ান বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া এলাকার মৃত ইসমাঈল দেওয়ান মাস্টারের ছেলে। সে গত ৩ বছর আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসে।

এর আগে গত ৬ মার্চ বুধবার বিকালে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে।

ডালিম দেওয়ানের স্ত্রী লিপি আক্তার জানান, বুধবার বিকালে আমি দোকানে ছিলাম সে ফোনে আমাকে বলে তুমি তাড়াতাড়ি চলে আসো। পরে বাড়ি এসে তাকে ফোন দিলে সে ফোন ধরেনি। পরে রাতে ফোন দিলে ফোন বন্ধ পাই, বৃহস্পতিবার সকালে ফোন খোলা ছিলো কিন্তু রিসিভ করেনি। পরে আবার রাতে ফোন দিলে দেখতে পাই ফোনটি বন্ধ।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!