২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:৩৫
মুন্সিগঞ্জে নদী থেকে মাথা-পা বিহীন মরদেহ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে মাথা, দুই পা, এক হাত ও শরীরের বিভিন্ন অঙ্গবিহীন অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বুধবার বিকাল সাড়ে ৪টায় শহরের উপকণ্ঠ মুক্তারপুরের মালিরপাথর এলাকার ধলেশ্বরী নদীর তীর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিভিন্ন অঙ্গবিহীন মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, উদ্ধার হওয়ায় মরদেহটির মাথা, দুটি পা, একটি হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গ নেই। তবে কী কারণে বা কীভাবে এই হত্যাকাণ্ড সে সম্পর্কে কিছু জানা যায়নি।

error: দুঃখিত!