মুন্সিগঞ্জ, ১৮ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে নতুন মিটার পেতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন গ্রাহকরা। এ নিয়ে ব্যাপক ক্ষোভের মধ্যে আজ রোববার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির সাথে আলোচনায় বসেছে জেলার বিভিন্ন এলাকায় কর্মরত ইলেকট্রিশিয়ানরা।
দুপুর ২টার দিকে সিপাহীপাড়া এলাকায় মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের ২য় তলায় এই সভা হয়।
এসময় ইলেকট্রিশিয়ানরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘নতুন তার না আসার অযুহাত দিয়ে দীর্ঘদিন ধরে নতুন মিটার সংযোগ বন্ধ রাখা হয়েছে। এতে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিরুপ আচরণের শিকার হচ্ছেন ইলেকট্রিশিয়ানরা। তারা এই অবস্থা থেকে মুক্তি চান এবং দ্রুত যাতে নতুন তারের ব্যবস্থা করা হয় সেই উদ্যোগ নিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের অনুরোধ জানান।’
এ প্রসঙ্গে জানতে চাইলে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. হাদিউজ্জামান বলেন, ‘নতুন মিটার সংযোগের জন্য আমাদের প্রায় ৬০০ কিলোমিটার তার প্রয়োজন। এই তার পেলে আগামী ২-৩ বছর আর কোন সমস্যা থাকবে না। আপাতত গ্রাহকরা নিজেদের উদ্যোগে তার কিনে আনলে আমরা সংযোগ দিয়ে দিবো। পরবর্তীতে বিদ্যুৎ বিলের সাথে গ্রাহকের খরচকৃত অর্থ সমন্বয় করা হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদের চাহিদা মোতাবেক তার সরবরাহ করছে না। বারবার বলেও এর সুরাহা পাচ্ছি না।’
সভায় উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ান আব্দুস সালাম পাঠান টুটুল, বাবু মিয়া, চঞ্চল, হাবিবুর, অহিদ প্রমুখ।