২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১২:২৫
মুন্সিগঞ্জে দুুর্ধর্ষ মাদক ব্যবসায়ী শিপলু গ্রেফতার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২১ অক্টোবর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘আমার বিক্রমপুর’ এ সংবাদ প্রকাশিত হওয়ার পর মুন্সিগঞ্জ সদরের দুুর্ধর্ষ মাদক কারবারি মুক্তারপুর এলাকার জহির আহমেদ এর ছেলে শিপলু (৩২) কে আটক করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের একটি চৌকস টিম।

দীর্ঘদিন যাবৎ শিপলু স্থানীয় একটি রাজনৈতিক শক্তির ছত্রছায়ায় মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর, ডিঙ্গাভাঙ্গা, সরকারপাড়া, রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া, কাঠালতলা ও শাখারীবাজার এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছিলো। কিন্তু ধুরন্ধর শিপলু পুলিশ-প্রশাসনের চোখ ফাকি দিতে পারেনি।

এ নিয়ে ‘আমার বিক্রমপুর’ গত ১৬ অক্টোবর ‘মুন্সিগঞ্জে প্রকাশ্যে মাদক ব্যবসা’র মূলহোতা কারা?’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে।

সদর থানার ওসি আনিচুর রহমানের নেতৃত্বে এক বিশেষ অভিযানে রবিবার গভীর রাতে তাকে মুক্তারপুর এলাকা থেকে ইয়াবা সহ আটক করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘রবিবার গভীর রাতে পঞ্চসার থেকে ২০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, ‘মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী শিপলুর সহযোগীদের ধরতেও পুলিশ তৎপর রয়েছে। মাদক ব্যবসায়ী যত ক্ষমতাশালীই হোক তাদের কোন ছাড় দেওয়া হবে না।’

error: দুঃখিত!