মুন্সিগঞ্জ, ২৮ জুন, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়নের চান্দের চর ও খাসকান্দি গ্রামে হাউজিং ব্যবসা নিয়ে জমি দখল ও বিরোধপূর্ন জমিতে সাইনবোর্ড স্থাপন নিয়ে দুপুরে সুমনা হাউজিং ও দক্ষিনা গ্রিনসিটির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় এএসআই দিলিপ কুমার, কনস্টেবল মমিনুল ইসলাম ও সাইফুল ইসলাম ৩ পুলিশ আহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রন পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক ও উভয়পক্ষের বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে ১৫০০ টেটা জব্দ করে পুলিশ।
অন্যদিকে এ ঘটনায় রোববার সন্ধ্যায় দু’পক্ষের অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে সিরাজদিখান থানায় পুলিশ এসল্টের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুমনা হাউজিং ও দক্ষিনা গ্রিনসিটি হাউজিং কোম্পানীর সাথে জায়গা দখল, আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। দু’পক্ষের মধ্যে একধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।
সৃষ্ট বিরোধের জের ধে রোববার দুপুরেও সিরাজদিখানে বালুচর ইউনিয়নের চান্দের চর ও খাসকান্দি গ্রামে হাউজিং ব্যবসা নিয়ে জমি দখল ও বিরোধপূর্ন জমিতে সাইনবোর্ড স্থাপন নিয়ে দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গেলে নিক্ষেপিত ইটপাটকেলে এএসআইসহ ৩ পুলিশ আহত হয়।
সিরাজদিখান থানার ওসি মো. ফরিদউদ্দিন জানান, দুইটি হাউজিং কোম্পানীর লোকজনের মধ্যে সংঘর্ষ চলাকালে ৩ পুলিশ আহত হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
পরে অভিযান চালিয়ে ১৫ শতাধিক টেটা উদ্ধার ও ৬ জনকে আটক করা হয়।
এছাড়া পুলিশ আহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় পুলিশ এসল্টের অভিযোগ মামলা রুজু করা হয়েছে।