৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:৩১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে দুই শতাধিক অস্ত্র, প্রায় ৮ হাজার গোলাবারুদ পুলিশকে বুঝিয়ে দিলো সেনাবাহিনী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর, টংগিবাড়ী থানা ও জেলা ট্রাফিক কার্যালয়-সদর পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া দুই শতাধিক সরকারি অস্ত্র, প্রায় ৮ হাজার গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সরঞ্জাম উদ্ধার ও ফেরত পাওয়ার পর পুলিশকে বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী।

রোববার বেলা ১১ টার দিকে শহরের সার্কিট হাউজে অস্থায়ী সেনাক্যাম্পে জেলা পুলিশ সুপার মো. আসলাম খানকে সেনা হেফাজতে থাকা ১৪০ টি অস্ত্র, ৩৯৩৪ টি গোলাবারুদ ও সরকারি বিভিন্ন সরঞ্জাম বুঝিয়ে দেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে টংগিবাড়ী থানা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন ও পুলিশের কর্মকর্তাদের কাছে ৭৯ টি অস্ত্র ও ৩৮৯১ টি গোলাবারুদ বুঝিয়ে দেন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন চার্লস।

লুট হওয়া সেসব অস্ত্র সেনাবাহিনীর আহবানে সেনাক্যাম্পে ফেরত দেন অনেকেই। বেশ কিছু অস্ত্র-সরঞ্জাম অভিযান চালিয়ে উদ্ধার করে সেনাবাহিনী।

মুন্সিগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন বলেন, ‘লুট হওয়া বেশিরভাগ জিনিস নাগরিকরা সেনাবাহিনীর আহবানে জমা দিয়েছেন। এছাড়া বেশ কিছু জায়গায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে। সরকারি অস্ত্রসহ লুট হওয়া যে কোন সরঞ্জাম কোন নাগরিকদের কাছে এখনো রয়ে গেলে আগামী ২৩ আগস্টের মধ্যে জমা দিতে হবে। এর পরে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘এখনো কি পরিমাণ অস্ত্র-গোলাবারুদ মিসিং আছে সেটা জানা যায়নি। তবে পুলিশ সুপার শীঘ্রই সেটি প্রকাশ করতে পারবেন বলে আশা করি।’

প্রসঙ্গত, গেল ৫ আগস্ট বিকালে শেখ হাসিনার পদত্যাগ ও আওয়ামী লীগ সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে মুন্সিগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে বিজয় মিছিল নিয়ে উল্লাস করতে করতে বাইরে বেড়িয়ে যান হাজার হাজার মানুষ। পরে বিক্ষুদ্ধ জনতার মিছিল থেকে শহরের সুপারমার্কেট এলাকায় জেলা ট্রাফিক কার্যালয় ও সদর ফাঁড়ি, থানারপুল এলাকায় সদর থানায় আগুন দেয়ার পাশাপাশি অস্ত্র-সরঞ্জাম লুটের ঘটনা ঘটে। ভাঙচুরের পর লুট হয় টংগিবাড়ী থানায়ও।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!