২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১২:২৩
মুন্সিগঞ্জে থেমে থাকা বাসে আগুনে পুড়ে প্রাণ গেছে ভেতরে থাকা হেলপারের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাও ব্রিজের উপর পার্কিং করা গাংচিল পরিবহনের বাসে অগ্নিকাণ্ডে ঘুমন্ত হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত মধ্য রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

টংগিবাড়ি ফায়ার স্টেশনের কর্মকর্তা মজিবুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে গেলে ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

এসময় বাসের ভেতর থেকে পোড়া অবস্থায় সাহাবির (১৪) নামের কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোরের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পালগাও এলাকায়। সে পুড়ে যাওয়া বাসের হেল্পার ছিলো।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

মশার কয়েল থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

error: দুঃখিত!