২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১২:৫২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ডাকাতি মামলার দুই আসামিসহ গ্রেপ্তার ৬
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার দুই আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ বিচারিক আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গেল বুধবার রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ডাকাতি মামলার আসামি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা শ্রী প্রদীপ নম (৩৩), অপর জন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকরা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা শাহজালাল মোল্লা (৩৯)। মুন্সিগঞ্জ সদর থানায় দায়ের করা হত্যা মামলার আসামি গজারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর শাহরিয়া রুমি (৪৯), সাজাপ্রাপ্ত আসামি একই উপজেলার গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদি গ্রামের বাসিন্দা স্বপন চন্দ্র (৪৫), পলাতক আসামি ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের ধনু মিয়া (৫০) ও ৫০০ গ্রাম গাঁজাসহ আটক বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া গ্রামের বাসিন্দা শহীদ মিয়া (৩৫)।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে ওই ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।

error: দুঃখিত!