৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:৫৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ট্রিপল মার্ডার মামলার মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কিশোর গ্যাং লিডারদের হাতে ট্রিপল মার্ডারের মূল আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের স্বজনরা।

আজ বুধবার (২৩ জুন) দুপুর ১২ টার দিকে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সফিউদ্দিন আহম্মেদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় নিহতের স্বজনরা জানান, স্বজন হারানোর পর থেকে আমরা সর্বশান্ত। ট্রিপল মার্ডারের প্রধান আসামি মো. জামাল হোসেন জামিনে বের হয়ে আমাদের নানানভাবে হুমকি-ধমকি দিয়ে হয়রানি করছে। তারা হত্যা মামলাকে হালকা করার জন্য উল্টো আমাদের নামে লুটপাট ও অগ্নিসংযোগের মিথ্যা অভিযোগ দায়ের করেছে। যা  সদর থানায় তদন্তাধীন রয়েছে। আমরা সকলে স্বস্তি ও শান্তিতে বাঁচতে চাই। সেই সাথে খুনিদের গ্রেফতার ও ফাঁসি চাই। আর যেনো পুনরায় কোনো মায়ের কোল খালি না হয়।

সংবাদ সম্মেলনে নিহত স্বজনদের মধ্যে নিহত আওলাদ হোসেনের স্ত্রী ও ট্রিপল মার্ডার মামলার বাদি খালেদা আক্তার, নিহত মো. ইমন পাঠানের বাবা আবুল কাসেম ও নিহত মো. সাকিব হোসেনের বাবা বাচ্চু মিয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ সাড়ে ১১ টার দিকে শহরে উত্তর ইসলামপুর এলাকায় কিশোর গ্যাং লিডারদের নেতৃত্বে আওলাদ হোসেন মিন্টু, মো. ইমন পাঠান ও মো. সাকিব হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই মামলায় ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে মামলাটি সি.এই.ডি তে রয়েছে।

error: দুঃখিত!