মুন্সিগঞ্জ ২১ নভেম্বর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ট্রাক চাপায় মোঃ শাদা মোল্লা (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার বালুরচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে সিরাজদিখান-বালুচর রুটে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মোল্লাকান্দি গ্রামের মৃত রেকমত আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মোল্লাকান্দি গ্রামের ছবিল মোল্লার পুত্র মোঃ কাদির মোল্লার ইট বোঝাই ট্রাকের চাপায় মোঃ শাদা মোল্লা (৭০) নিহত হয়।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন জানান, নিহত শাদা মোল্লার পরিবার কোন অভিযোগ বা মামলা করেনি।